এবিএনএ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তিনি এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রবিবার চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রফেসর ড. মো. মশিউর রহমান ২০১৭ সালের ৯ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে গত ১৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবশেষ উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসনিক প্রয়োজনে অধ্যাপক ড. মো. মশিউর রহমান উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।