এ বি এন এ : সম্প্রতি ঘটে যাওয়া পরপর দুটো জঙ্গি হামলার প্রেক্ষিতে বিদেশি বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে তা মোকাবিলায় সম্পূর্ণ মনোযোগ দিতে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে কাজ করতে হবে। সরকারকে নিশ্চয়তা দিতে হবে, তারা কারখানাগুলো এবং ব্যক্তির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, কোনো হামলার পর সরকারের কাছ থেকে স্বচ্ছ, নির্ভরযোগ্য বার্তা প্রেরণ যা জনগণকে পুনরায় আশ্বস্ত করবে এবং নতুন ধরনের এই সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের স্পষ্ট ও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। কেন না, আরও বিনিয়োগ আনতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ওষুধশিল্প খাতকে সহযোগিতা করছে উল্লেখ করে বার্নিকাট বলেন, একটি সফল অর্থনীতির জন্য বাংলাদেশ সরকার ও প্রাইভেট খাত একসঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্র এই অগ্রগতির সঙ্গে রয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, আমরাই প্রথম যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করেছি। এটা আমাদের জন্য শুধু নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ওষুধের জন্য একটি বড় বাজার। যেখানে ওষুধ রপ্তানির জন্য আমরা সুযোগ তৈরি করতে পেরেছি। আমাদের বিশ্বাস, শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের ওষুধের শক্তিশালী বাজার তৈরি করতে পারব, আশা এই কর্মকর্তার। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।