এ বি এন এ : স্ত্রী খুন হওয়ার প্রায় দুই মাস পর অবশেষে পুলিশ সদর দফতরে নিজের কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার বাবুল আক্তার। বাবুল আক্তারের শ্যালিকা শায়লা মোশাররফ বিষয়টি নিশ্চিত করেছেন। বাবুল ঢাকায় যোগ দেওয়ার তিন দিনের মাথায় গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের বাসার কাছে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু। মোটর সাইকেলে করে আসা তিন হামলাকারী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। চট্টগ্রামের পুলিশ বলে আসছিল, গত দুই বছরে চট্টগ্রামে জঙ্গি দমন অভিযানে বাবুলের ভূমিকার কারণে জঙ্গিদেরই সন্দেহের তালিকায় প্রথমে রেখেছেন তারা; সেভাবেই মিতু হত্যার তদন্ত করছেন তারা। এমনটাই সন্দেহ করা হচ্ছিল। পরবর্তীতে বাবুল আক্তার গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়ার ১৪ ঘণ্টা পর বাড়ি ফেরেন আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। জানা গেছে, বাবুল আক্তার আজ সকালে পুলিশ হেড কোয়ার্টারে নিজের কাজে যোগ দিয়েছেন।