এবিএনএ : দেশের মানুষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। তিনি বলেন, শক্ত ও দয়ালু হোন। নিউজিল্যান্ডে এক মাসেরও বেশি সময় লকডাউন চলেছে। এই সময় নিয়মিত গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির প্রধানমন্ত্রী। এমনকি ফেসবুকে নানা ছবি ও বার্তা দিয়েছেন তিনি।
এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৬ জন। মারা গেছেন ৪ জন। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার মানুষের। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিবিসি।