এবিএনএ : আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলখ প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ক্ষমতা থেকে তালেবানদের উচ্ছেদের ১৮ বছর পর এখনো আফগানিস্তানে তাদের হামলায় নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনারা হতাহতের শিকার হচ্ছে। এই শীতে যেখানে তালেবানরা সাধারণত বিশ্রাম নেয় এবং বসন্তে আক্রমনের জন্য প্রস্তুতি নেয় সেখানে চলতি বছর নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। দাওলাতাবাদ জেলার গভর্নর মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, আফগান সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অবস্থান নেওয়া একটি তল্লাশি চৌকিতে প্রায় অর্ধশত তালেবান যোদ্ধা হামলা চালায়। এতে নিহত হয় ১৫ জন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সাত সেনা নিহত হয়েছে। তবে হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য নিহত, ছয় জন আহত এবং চার জন আটক হয়েছে।