এ বি এন এ : তথ্যমন্ত্রী হাসানুল হক বলেছেন, ‘জঙ্গি-সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে হারা যাবে না।’
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সভার আয়োজন করে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ। অনুষ্ঠানে শিক্ষক নিরাপত্তা বিশ্লেষক ধর্মীয় নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাসানুল হক বলেন, তিন হাজার বছরের সংস্কৃতি, আট শ বছরের ইসলাম আর স্বাধীনতার মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশ ধ্বংস করতে চায় জঙ্গিরা। এই যুদ্ধে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। জঙ্গিরা মানুষের ঐক্য ভয় পায়। তাই তারা ঈদের জামাত, মেলা, উত্সব ও সিনেমা হলে হামলা চালাচ্ছে। এই যুদ্ধে জিততে হলে শুধু জঙ্গিদের নয়, তাদের পৃষ্ঠপোষকদেরও ধ্বংস করতে হবে।