এবিএনএ: সৌদি আরবে দোকানে ক্রেতারা ভিড় করে থাকলেও আজান হলেই দোকান বন্ধ করা হয়। এটাই সেখানে স্বাভাবিক চিত্র। কারণ, নামাজের সময় দোকান বন্ধ রাখার বিষয়ে আইন চালু করা হয়েছিলো দেশটিতে। আইনে বলা হয়েছিল, নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল খাটতে হবে।
রিয়াদের কিংডম সেন্ট্রাল মলের একজন বার্গারের দোকানের মালিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে একটা চিঠি দেখান। সৌদি কর্তৃপক্ষের পাঠানো ওই চিঠিতে লেখা ’দোকান, রেস্টুরেন্ট ও মার্কেটগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্ত নামাজের সময়গুলোতেও বহাল থাকবে।’ তবে নামাজের সময় দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে দুইটা শ্রেণি তৈরি হয়েছে। যারা নামাজের সময় অর্থাৎ ২৪ ঘণ্টা দোকানপাট খোলা রাখার পক্ষে তারা বলছেন, এতে সার্বক্ষণিক বাজার করার লোকদের সুবিধা হবে। সেই সঙ্গে ব্যবসা বাড়বে। এদিকে এই পদক্ষেপের বিরোধীরা বলছেন, নামাজের সময় দোকানপাট খোলা রাখা হলে সারা পৃথিবীর মুসলিম জাতির পরিচয়ের ওপর কঠোর আঘাত আসবে।
সৌদি আরবের সংবাদমাধ্যম বলছে, নতুন এ নির্দেশনার ফলে ২৪ ঘণ্টা খোলা রাখতে হলে প্রতিটি প্রতিষ্ঠান বাবদ ১ লাখ রিয়াল খরচ করতে হবে, যার পরিমাণ প্রায় ২৭ হাজার মার্কিন ডলার। তিন বছর আগেও সৌদি আরবের পুলিশরা নানান ভয় দেখাতো, নামাজের সময় পুরুষদেরকে মল থেকে বের করে দিতো এবং বিপরীত লিঙ্গের কারও সঙ্গে মেলামেশা করতে দেখলে মারধর করতো। কিন্তু সে চিত্র এখন পাল্টেছে।