এ বি এন এ : তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি আলেম ফেতুল্লা গুলানকে দায়ী করা প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি পঞ্চাশবার বলেছি ৭৭ বছর বয়সে এসে আমি আমার গতিপথ পরিবর্তন করতে পারি না। তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে সম্পৃক্ততার প্রমাণ দিতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাব।
গুলেন সোমাবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টায় তাকে অভিযুক্ত করায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর সমালোচনা করেন গুলান।
গুলান বলেন, সামরিক অভ্যুত্থান সম্পর্কে আমার পরিস্কার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছি। আমি ৫০বার এ কথা বলেছি যে, ৭৭ বছর বয়সে এসে আমি আমার কর্মধারা পরিবর্তন করতে পারি না। আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। একজন অত্যাচারীর কাছে মাথানত করি না।
তিনি বলেন, ‘যদি একটি আন্তর্জাতিক কমিটি প্রমাণাদি দেখাতে পারে যে অভ্যুত্থান চেষ্টায় আমার হাত আছে, তবে আমি তা গ্রহণ করব। কোন দিকে না তাকিয়ে আমি সানন্দে মৃত্যুর মঞ্চে যাব।’
এরদোগান বিশ্বাস করেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে গুলান অভ্যুত্থান করার চেষ্টা করেছেন। তাকে গ্রেফতার করে তুরস্কের কাছে হস্তান্তর করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধও করেছেন তিনি।