এবিএনএ : ইরানের বিরুদ্ধে সক্রিয় থাকা একটি বড় ধরনের মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার দাবি করেছে দেশটির গোয়েন্দারা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আইআরআই।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা।
মঙ্গলবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী বিভাগের পরিচালক জানান, তার বিভাগ এমন উন্নত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার কারণে যেকোনো গুপ্তচর নেটওয়ার্ককে চিহ্নিত ও বানচাল করা সম্ভব।