,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

প্রতিষ্ঠার দেড় যুগ পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নার্সদের পদোন্নতি

এ বি এন এ : ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ (বিএসএমএমইউ) প্রতিষ্ঠিত হওয়ার দেড় যুগ পর এই প্রথমবারের মতো একসাথে মোট ২১ জন নার্সকে পদোন্নতি দেয়া হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে-সেবাতত্ত্বাবধায়ক, অতিরিক্ত সেবাতত্ত্বাবধায়ক, উপ-সেবা তত্ত্বাবধায়ক ও সহকারী সেবা তত্ত্বাধায়ক।

 

আজ বৃহস্পতিবার সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান তাঁর কার্যালয়ে নার্সদের হাতে এই পদোন্নতিপত্র তুলে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। যোগ্যতা ও কর্মদক্ষতা মূল্যায়ণের ভিত্তিতেই নার্সবৃন্দকে যথাযথ নিয়ম ও বিধি মেনেই পদোন্নতি দেয়া হয় বলে বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে শিক্ষা, গবেষণা, চিকিৎসাসেবা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে ৩০ জন শিক্ষককে বিভিন্ন পদে নিয়োগ ও ব্যক্তিগত পদোন্নতি দেয়া হয়। শিক্ষকবৃন্দ যেসকল পদে পদোন্নতি বা নিয়োগ পেয়েছেন এঁরমধ্যে রয়েছে- অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর কার্যালয়ে শিক্ষকবৃন্দের হাতে এই পদোন্নতি ও নিয়োগপত্র তুলে দেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited