এবিএনএ: ঢালিউডের আলোচিত ছবি ‘শাহেনশাহ’র নতুন গান ‘প্রেমের রাজা বর দিয়ে যা’ প্রকাশ করা হয়েছে। ইমরান ও কনার গাওয়া এ গানটিতে নায়ক শাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন নায়িকা নবাগত রোদেলা জান্নাত ও নুসরাত ফারিয়া। এর আগে ছবিটির ‘রসিক আমার’ নামের একটি গান প্রকাশ করা হয়েছিল। ওই গানটিও আলোচিত হয়েছিল।
তবে ‘প্রেমের রাজা বর দিয়ে যা’ গানেই প্রথমবার হাজির হয়েছেন রোদেলা জান্নাত। শাকিব-নুসরাতের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন রোদেলা। গানে তাকে দেখে মনেই হয়নি ‘শাহেনশাহ’ নায়িকার প্রথম ছবি। পুরোটা সময়জুড়েই প্রাণবন্ত ছিলেন রোদেলা।
শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডিজে সোহেল, আহমেদ শরীফ, শিবা শানু, ডন ও মিশা সওদাগর।