এবিএনএ: : সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। বধূ বেশে প্রিয়াঙ্কাকে কেমন দেখাচ্ছিল তা দেখার জন্য উন্মুখ হয়েছিলেন ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এসেছে এ জুটির বিয়ের ছবি।
গত ১ ডিসেম্বর উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এদিন রালফ লরেনের ডিজাইন করা গাউন পরেন প্রিয়াঙ্কা। অন্যদিকে নিক পরেন কালো টাকসিডো। প্রিয়াঙ্কার পোশাকটি তৈরি করতে ১৮২৬ ঘণ্টা সময় লেগেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘ওয়েস্টার্ন পোশাকের জন্য আমরা একাধিক প্রসিদ্ধ ডিজাইনারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যখন রালফ লরেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমি জানতে পারি গত পঞ্চাশ বছরে তিনি মাত্র তিনটি বিয়ের পোশাক ডিজাইন করেছেন। বিষয়টি জেনে আমি আশ্চর্য হই। তারপর আমার পোশাকের জন্য হ্যাঁ বলে দিই।’
গত ২ ডিসেম্বর উমেদ প্যালেসে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন প্রিয়াঙ্কা ও নিক। এ বিয়েতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গা ও গহনা পরেন প্রিয়াঙ্কা। এ অভিনেত্রী বলেন, ‘ আমি সবসময়ই বিয়েতে লাল রঙের পোশাক পরতে চেয়েছি। কিন্তু সব্য (সব্যসাচী) এর মধ্যে ফ্রেঞ্চ অ্যামব্রয়ডারি, ঘোমটা ও গহনা যুক্ত করে আমাকে যেমন দেখাচ্ছে তা ফুটিয়ে তুলেছে।’