আগামী বছরটা শাহরুখ খানের বেশ ভালোভাবেই শুরু হতে যাচ্ছে। কারণ ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘জিরো’ সিনেমাটি। এরইমধ্যে সিনেমার ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। জিরোর মধ্য দিয়ে আবারো শাহরুখের সাথে জুটি বাঁধলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।
তবে এত প্রশংসার মাঝেও মন খারাপের সংবাদ শুনতে হলো শাহরুখকে। জিরো নিয়ে মামলায় জড়ালেন এবার তিনি। শিখ ধর্মাবলম্বীদের প্রতি সিনেমাটির মধ্য দিয়ে ধর্মীয় আঘাত আনার অভিযোগ উঠেছে। দিল্লিতে বিধানসভায় আকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা শাহরুখের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
ক্যাটরিনা কাইফ জিরো ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টার ও ছবির ট্রেলারে দেখা গেছে, শাহরুখ খান অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন। তার গলায় টাকার মালা। এটি মেনে নিতে পারছে না শিখ ধর্মাবলম্বীরা।
জিরো সিনেমায় পোস্টারে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম
তবে এ নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন দেখা যায়নি শাহরুখকে। তিনি এ সময়ে পরিবারের সাথে দিওয়ালি নিয়ে ব্যস্ত আছেন। আপাতত উৎসব নিয়েই ব্যস্ত তিনি। এছাড়া নির্মাতার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
https://youtu.be/89aTDByJTz4