এ বি এন এ : ঝিনাইদহে হাসানুল ফারুক (৫৫) নামে তেলের পাম্পের এক ম্যানেজারকে গুলি করে ১০ লাখ টাকা ও সাড়ে চার লাখ টাকার চেক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শহরের পূবালী ব্যাংকের নিচে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হাসানুল ফারুক শহরের হামদহ এলাকার বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শহরের ‘হামদহ রেজাউল তেল পাম্পের’ ম্যানেজার হাসানুল ফারুক ব্যাগে করে পূবালী ব্যাংকে ১০ লাখ টাকা ও সাড়ে ৪ লাখ টাকার চেক জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন।
তিনি ব্যাংকের সিঁড়ির মধ্যে ওঠামাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মাথায় গুলি করে ও ফাঁকা গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জন, ডা. জাহিদুর রহমান বলেছেন, হাসানুল ফারুকের মাথার মাঝখানে গুলি লেগেছে। এতে তার মাথার উপরের চামড়া ছুলে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।