এবিএনএ: অবশেষে মেইনস্ট্রিম মিডিয়াতে অভিষেক ঘটল সেলিব্রেটেড সেলিব্রিটি শাহরুখকন্যা সুহানা খানের। ‘ভোগ’ সাময়িকীর আগস্ট সংখ্যার প্রচ্ছদে স্থান করে নিয়েছেন এই গর্জিয়াস টিনএজার।এমিলিও পুচ্চির ডিজাইনকৃত মাল্টি-কালার্ড আউটফিটে অসাধারণ লাগছে এই স্টার কিডকে।প্রচ্ছদে সুহানার স্টাইল ঠিক করে দিয়েছেন স্বয়ং ভোগ ইন্ডিয়ার সম্পাদক আনাইতা শ্রফ আদাজানিয়া। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, মেয়েকে নিয়ে করা এই সাময়িকীর প্রচ্ছদ সংখ্যাটি অবমুক্ত করেন স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান। এর পর দুটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ওকে আমি আবার নিজের হাতে নিলাম, ধন্যবাদ ভোগ। সন্তানদের জন্য অনেক ভালোবাসা আমাদের কাছে জমে থাকে। যেটা তারা জানে। তোমার জন্য অনেক ভালোবাসা সুহানা খান।প্রচ্ছদ করা ছাড়াও ভোগ ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুহানার আরো কিছু ছবি প্রকাশ করে।