এবিএনএ: পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবির শুটিং শুরুর পর থেকেই নানা সময়ে চমকপ্রদ সব খবর নিয়ে হাজির হচ্ছেন তিনি। আবারো এক খবর দিয়ে তিনি চমকে দিলেন সবাইকে। এই ছবিতে সালমান খানের সঙ্গে চূড়ান্ত নামটি ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু হঠাৎ ‘ভারত’ নির্মাতা জানালেন, এই ছবিতে থাকছেন না প্রিয়াঙ্কা। তবে, পাশাপাশি তিনি এ-ও জানান, প্রিয়াঙ্কার জন্য তিনি ভীষণ খুশি। আর ‘ভারত’ কেন করতে পারছেন না, তা প্রিয়াঙ্কা কয়েকদিনের মধ্যেই জানাবেন। এবার এই টুইটেই উঠেছে শোরগোল। শোনা যাচ্ছে, এই অক্টোবরেই ‘সম্পর্ক’কে অফিশিয়াল করে বিয়ে করে ফেলবেন নিক ও প্রিয়াঙ্কা। তার প্রস্তুতির জন্যই ‘ভারত’ থেকে ছুটি নিয়েছেন তিনি। এদিকে, বেশ কয়েক মাস ধরেই প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমের গুঞ্জন চলছে। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের তরফে জানা গেল, সপ্তাহ খানেক আগে না কি প্রিয়াঙ্কা নিকের বাগদানও সম্পন্ন হয়েছে।