এ বি এন এ : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্রেট দল থেকে এবং রিপাবলিকান দল থেকে ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রাইমারি নির্বাচনে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে আছেন। তবে অবাক বিষয় হচ্ছে এরা কেউই মার্কিনদের জনপ্রিয়তার তালিকায় নেই।
সবচেয়ে অপছন্দের তালিকায় রয়েছেন হিলারি এবং ট্রাম্প। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে তবে কি অপছন্দনীয় ব্যক্তিদের মধ্য থেকেই যুক্তরাষ্ট্র তার পরবর্তী প্রেসিডেন্ট গ্রহণ করবে? সম্প্রতি এক জরিপ অবশ্য সে দিকেই ইঙ্গিত করছে। সোমবার প্রকাশিত এবিসি এবং ওয়াশিংটন পোস্টের এক যৌথ জরিপে বলা হয়েছে, নভেম্বরের নির্বাচনে শতকরা ৬০ ভাগ মার্কিন নাগরিকই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চান না। অপরদিকে, ৫৩ ভাগই মার্কিনই হিলারিকে অপছন্দ করেন।
ওই জরিপ বলছে, ৫৮ ভাগ মার্কিন নাগরিকই মনে করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার মত যোগ্যতা নেই। অথচ এখন পর্যন্ত রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ট্রাম্পই সবচেয়ে এগিয়ে আছেন। তার মানে মার্কিনরা তাদের পছন্দের ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে পাচ্ছেন না।