এবিএনএ: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন থেকেই আলোচনায় তিনি। অবশেষে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ধড়ক।
গতকাল শুক্রবার ভারতের প্রায় ২ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধড়ক। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও ভালো হয়েছে। প্রথমদিনে আয় করেছে ৮.৭১ কোটি রুপি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।
ধড়ক সিনেমায় জানভির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার। বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ইশান। সিনেমাটিতে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ধড়ক সিনেমা নিয়েও বেশ আশাবাদী এই অভিনেতা।
২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।