এ বি এন এ : জিতলেই ফাইনাল, হারলেও সুযোগ থাকবে- এমন সমীকরণ নিয়ে আইপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে গুজরাট লায়ন্স।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুরেশ রায়নার গুজরাট লায়ন্স ১৪ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে। তাই প্রথম কোয়ালিফায়ারে জিতেই তারা ফাইনাল নিশ্চিত করতে চায়।
অন্যদিকে, রয়েল চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ। তাই বাড়তি সুবিধা পাবে তারা। তা ছাড়া দলের অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে প্রায় ৯২ গড়ে রান করে ইতিহাস সৃষ্টি করেছেন। ম্যাচের গতিবিধি বুঝে কখন কীভাবে ব্যাটিং করতে হয় বা হবে তা খুব ভালো করেই জানেন কোহলি। তা ছাড়া দলে দুই মারকুটে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স তো রয়েছেনই। তাই আজকের ম্যাচে এগিয়ে থাকবে তারাই। তারকায় ভরপুর গুজরাট লায়ন্সও। আছেন অজি তারকা অ্যারোন ফিঞ্চ, সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ক্যারিবীয়ান অলরাউন্ডার ডোয়াইন স্মিথ ও দিনেশ কার্তিক। তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ জমজমাট লড়াই-ই হবে।