এবিএনএ : বলিউডের এখন সবচেয়ে আলোচিত জুটি রণবীর-আলিয়া। শুরু থেকেই নিজেরদের প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি করেননি এই জুটি। মিডিয়ায় প্রতিদিনই একে অপরকে নিয়ে জানিয়ে যাচ্ছেন অজানা অনেক কথা।তবে আলিয়ার প্রতি রণবীরের ভালো লাগাটা বোধহয় বহুদিনের। তাদের সম্পর্ক অফিসিয়ালি ঘোষণার আগে থেকেই রণবীর যে আলিয়ার বিষয়ে বেশ যত্নশীল ছিলেন তা সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটি গত নভেম্বর মাসের। যেখানে রণবীর ও আলিয়া দুজনে মরণোত্তর অঙ্গদান নিয়ে হওয়া এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ‘বলিউড ফান ৩৬০’র ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের শেষে প্রকাশ্যেই নিজের গাড়িতে আলিয়াকে তার বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন রণবীর। আলিয়াও কোনো দ্বিধা না করেই প্রেমিকের প্রস্তাবে রাজি হয়ে যান।এদিকে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরই রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার দেখা সাক্ষাৎ কয়েকগুণ বেড়ে গেছে। আলিয়াকে কাপুর পরিবারের বৌ করার জন্য প্রথম থেকেই তৈরি ছিলেন রণবীরের বাবা-মা। অন্যদিকে সম্প্রতি, রণবীরের বেশ প্রশংসা করেছেন আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট। সব মিলিয়ে বিষয়টা বেশ জমে উঠেছে। এখন শুধুই ‘রালিয়া’-র বিয়ের খবর শোনার অপেক্ষা করছে বলিউড।বর্তমানে রণবীর ও আলিয়া দুজনেই এই মুহূর্তে বুলগেরিয়াতে রয়েছেন অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে।