এবিএনএ : লিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাইকে বলা হয় বিশ্বের সেরা সুন্দরী নারীদের একজন। ‘গার্লস অব দ্য সান’ এর প্রিমিয়ার উপলক্ষ্যে শনিবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। তার পাশে বিশ্বে আর সব তারকার দ্যুতি যেন নিমেষেই ম্লান হয়ে গিয়েছিল। শুধু ভক্ত নয়, ৪৪ বছর বয়সী এ তারকার সৌন্দর্য মুগ্ধ করেছে ফ্যাশনপ্রেমীদেরও। প্রজাপতির নকশা সম্বলিত গাউন গায়ে জড়ানো ঐশ্বরিয়াকে দেখে মনে হচ্ছিল যেন প্রজাপতি-ই উড়তে উড়তে হুট করে নেমে এসেছে কানের লাল গালিচায়!
মেয়ে আরাধ্যাকেও কানে নিয়ে এসেছেন ঐশ্বরিয়া