এ বি এন এ : বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপর মর্টার শেল হামলা চালিয়েছে মিয়ানমার সেনা বাহিনী। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে জেলার থানছি উপজেলার সীমান্তবর্তী বড়মদকে আলীকদম বিজিবি-৫৭ ব্যাটালিয়নের উপর মিয়ানমার সেনাবাহিনী পর পর তিনটি মর্টার শেল হামলা চালায়। এ সময় বিজিবিও পাল্টা হামলা চালায়।
বিজিবি জানায়, মিয়ানমার সেনা বাহিনীর ছুড়া শেলগুলো কিছুটা দূরে হেলিপ্যাডের উপর গিয়ে পড়ে। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান বলেন, ‘মিয়ানমারে আর্মিদের দুই গ্রুপে সংঘর্ষ চলছে। এ সময় কয়েকটি মর্টার শেল বিজিবি-৫৭ ব্যাটালিয়নের উপর এসে পড়ে।’