এবিএনএ : বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আবার উড়লো ভারতের পতাকা। দেশটির হরিয়ানা রাজ্যের ২০ বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী
মানসী চিল্লার জিতে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার মুকুট। গতকাল বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনের সানইয়া সিটি এরেনায় তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। এ খবর দিয়েছে টাইমস নাউ।
মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় চীনের সানইয়া সিটি এরেনায়। এই মুকুট জয়ের জন্য লড়ছিলেন ১০৮ দেশের সুন্দরী। কিন্তু সবাইকে হারিয়ে মুকুটের দাবিদার হিসেবে নিজেকে প্রমাণ করেন চিল্লার।
শিশুকাল থেকেই মিস ওয়ার্ল্ড জয়ী হওয়া চিল্লারের স্বপ্ন ছিল। জয়ী হবার আগে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন ছোট ছিলাম, তখন সব সময় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইতাম। কিন্তু কখনো ভাবিনি আসলেই এতদূর পৌঁছাবো। মিস ওয়ার্ল্ড খেতাব জয় করা এখন শুধু আমার স্বপ্ন নয়, আমার পরিবার ও বন্ধুবান্ধবেরও। আমি জানি এটা এমন একটি ভ্রমণ হবে যা আমি কখনো ভুলতে পারবো না। ফলাফল যাই হোক না কেন আমি তা থেকে শিক্ষা নেবো, উপভোগ করবো ও নিজের সেরাটা দেবো। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি।’ সর্বপ্রথম ১৯৬৬ সালে এই প্রতিযোগিতায় কোনো এশীয় নারী হিসেবে জয়ী হয়েছিলেন ভারতের অপর এক মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী রেইতা ফারিয়া। এরপর ১৯৯৪ সালে ঐশ্বর্য রায় পুনরায় ভারতের হয়ে সেই মুকুট পরেন। ঐশ্বর্য রায়ের পর ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড জয়ীদের খাতায় নাম লেখান প্রিয়াঙ্কা চোপড়া ও ডিয়ানা হেইডেন এর মতো আরো কয়েকজন।