এবিএনএ : জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ এবার অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের জন্য নিয়ে এল নতুন ফিচার। এখন থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন।
সূত্রের খবর, হোয়াটস অ্যাপ বেশ কয়েকদিন ধরেই গোপনে এই ফিচারটি পরীক্ষা করছিল। অবশেষে ফিচারটিকে ঘোষণা করেই দিল সংস্থাটি। আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপে ইতিমধ্যেই এই ফিচারটি রয়েছে।
উল্লেখ্য এর আগে হোয়াটস অ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য অভিনব একটি ফিচার নিয়ে এসেছিল । যার মাধ্যমে আপনি ফোন নম্বর বদলালেই আপনার কনট্যাক্টসের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলাদা করে আর পরিচিত কিংবা প্রিয়জনদের নতুন হোয়াটস অ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হবে না।