এ বি এন এ : পারমানবিক বোমায় হিরোশিমাতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়, কিন্তু তার জন্য ক্ষমা চাইবেন না বারাক ওবামা।
এ মাসের ২৭ তারিখে জাপানের হিরোশিমা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯৪৫ সালের ৬ই অগাস্টে হিরোশিমাতে পারমানবিক বোমা হামলার পর এই প্রথম দায়িত্বে থাকা কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা সফর করছেন।
কিন্তু হিরোশিমা সফরে গিয়ে পারমানবিক বোমা হামলার জন্য প্রেসিডেন্ট ক্ষমা চাইবেন না, বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় ঐ হামলায় শহরটিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। এর তিনদিন পর নাগাসাকিতে আরেকটি পারমাণবিক বোমা হামলায় মারা যায় ৭৪ হাজার মানুষ। যদিও যুদ্ধের ৭০ বছর পর হিরোশিমায় মি. ওবামার এ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
জি-সেভেন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ২৬শে মে জাপানে যাবেন। পরদিন তিনি হিরোশিমায় পারমাণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন।