এবিএনএ : হলিউডের পরিচিত মুখ রোজ আরিয়ান্না ম্যাকগাউন। বৃহস্পতিবার বেশ কয়েকটি টুইট করেছেন যা শোবিজ জগতে আলোচনায় ঝড় বইয়ে দিচ্ছে।
আমেরিকান এ অভিনেত্রী তার এক প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। সেই প্রযোজকের নাম হার্ভে ওয়েনস্টাইন (৬৫)।
হলিউডের এ ক্ষমতাধর ব্যক্তি ‘পালপ ফিকশন’, ‘দ্য ক্রায়িং গেম’, ‘সেক্স, লাইজ এবং ভিডিওটেপ’-এর মতো ছবি প্রযোজনা করেছেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা। ‘শেক্সপীয়ার ইন লাভ’ ছবির জন্য অস্কারও জিতেছেন হার্ভে ওয়েনস্টাইন।
রোজ ম্যাকগাউন টুইটারে লিখেছেন, এ ধর্ষণের কথা তিনি অ্যামাজনের প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম সেরা ধনী জেফ বেজোসকেও জানিয়েছিলেন। টুইটে রোজ লিখেছেন, আমাজন স্টুডিওর নির্বাহীকে বলেছিলাম, এইচ ডব্লিউ(হার্ভে ওয়েনস্টাইন) আমাকে ধর্ষণ করেছে। তারা বলেছে এটা প্রমাণিত নয়। আমি বলেছি, আমিই ধর্ষণের প্রমাণ।
এ নিয়ে যোগাযোগ করা হলে হার্ভে ওয়েনস্টাইনের মুখপাত্র দাবি করেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তবে হলিউডের নামী-দামী তারকারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। কারণ হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। চলতি অক্টোবর মাসেই একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন।