এবিএনএ : চলতি বছরের শুরুতে শাহরুখ খানের রইস সিনেমার ‘লাইলা ম্যায় লাইলা’। এরপর ইমরান হাশমির সঙ্গে বাদশাহো সিনেমার গানে দর্শক মাতানোর পর সঞ্জয় দত্তের ভূমি সিনেমার ‘ট্রিপি ট্রিপি’ গান দিয়ে ভক্তদের সামনে হাজির হলেন সানি লিওন।
গানটিতে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে সানিকে। কয়েকদিন আগে গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। গানটির কিছু স্থিরচিত্র আগেই ইন্টারনেটে প্রকাশিত হয়। এছাড়া গানটির শুটিংয়ের কিছু খণ্ড ভিডিও প্রকাশ করেছিলেন সানি। ১৮ আগস্ট ‘ট্রিপি ট্রিপি’ গানটি ইউটিউবে প্রকাশ করেন নির্মাতারা।
‘ট্রিপি ট্রিপি’ গানটি গেয়েছেন নেহা কাক্কার, বেনি দয়াল, ব্রিজেশ সন্ধ্যালিয়া এবং বাদশাহ। গানটির সুর করেছেন শচীন-জিগার জুটি এবং এটি লিখেছেন প্রিয়া সারাইয়া। কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।
ভূমি সিনেমাটি পরিচালনা করছেন উমাং কুমার। সিনেমাটির প্রযোজনা করেছেন টি-সিরিজ ও লিজেন্ড স্টুডিওস। বাবা-মেয়ের গল্প নিয়ে রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে ভারতের উত্তর প্রদেশে। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ট্রিপি ট্রিপি গানটি