এ বি এন এ : কোচিং সেন্টার সাইফুর’সের পৃষ্ঠপোষকতা নিয়ে ‘কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের’ আয়োজন করায় অনুষ্ঠানস্থলে এসে ১ মিনিটের মধ্যেই চলে গেলেন আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ মিলনায়তনে এ ঘটনা ঘটে। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে এমন ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হককে প্রধান অতিথি ও ঢাবির ভিসি আরেফিন সিদ্দিককে বিশেষ অতিথি করা হয়।
এছাড়াও অনুষ্ঠানটির স্পন্সর প্রতিষ্ঠান সাইফুর’সের চেয়ারম্যান শামস আরা খান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খানকেও অতিথি করা হয়। বেলা ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানস্থলে অধ্যাপক আরেফিন সিদ্দিককে সঙ্গে নিয়ে ১১টা ১০ মিনিটে আসেন আইনমন্ত্রী। এ সময় অনুষ্ঠানের ব্যানারে সাইফুর’সের লোগো দেখে আইনমন্ত্রীকে বিষয়টি জানান ঢাবি ভিসি। ১১টা ১১ মিনিটে তারা দু’জনই অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। এ ব্যাপারে দুপুর ২টার দিকে যুগান্তরের পক্ষ থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ওখানে সাইফুর’স কোচিং সেন্টারের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি জামায়াতের কোচিং সেন্টার। আর দেশে কোচিং সেন্টার বেআইনি ঘোষণা করা হয়েছে, তাই আইনমন্ত্রী হিসেবে আমি সেখানে থাকতে পারি না। আর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আরেফিন সিদ্দিকিও সেখানে থাকতে পারেন না। সেজন্য আমরা দু’জনই বের হয়ে এসেছি।