এবিএনএ : প্রাতিষ্ঠানিক গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে পুলিশ, প্রেস অথবা কোনো স্টিকার ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া। বুধবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান মিয়া বলেন, আপনি পুলিশের লোক না হলেও যদি পুলিশের পোশাক পড়েন, সেটি কি বেআইনি নয়? সাংবাদিক না হয়েও সাংবাদিকের এজেন্ডা ঝোলালেন, সেটা কি বেআইনি নয়?
তিনি বলেন, বাংলাদেশর রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহনে পুলিশ, প্রেস, সিটি কর্পোরেশন, আইনজীবী, ডাক্তার ইত্যাদি লেখা দেখা যায়। এরকম আলগা স্টিকার লাগালে হয়তো বেশিরভাগ সঠিক, কিন্তু কেউ কেউ এটির অপব্যবহারও করবে। হয়তো কোন সন্ত্রাসী এই সুযোগে এই ধরণের স্টিকার লাগিয়ে অপরাধ করবে। এটা তো আপনাদের পেশার জন্য গৌরবের হতে পারে না।
তিনি বলেন, এটি তর্ক বিতর্কের বিষয় না। আমাদের উদ্দেশ্য সত্। সন্ত্রাস দমন, মাদক ও জঙ্গি দমনের জন্য, যানজট সহনীয় করার জন্য সব পেশার মানুষকে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করুন।