এবিএনএ : কালবৈশাখীর পর আগুনের ঘটনায় রাজধানীর কাওরান বাজারে অন্তত ২০০ দোকান পুড়ে গেছে। রবিবার রাতে জনতা টাওয়ারের পেছনের টিনশেডের দোতলা হাসিনা মার্কেটের পুড়ে যাওয়া এই দোকানগুলোর অধিকাংশই মসলার আড়ত ছিল।
এর বড় অংশে ছিল আদা, রসুন, পিঁয়াজ, মরিচের আড়ত। হলুদ-মরিচ গুঁড়া করার কিছু মিলও ছিল। পাশাপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও ছিল সেখানে।
পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর কাওরান বাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে কালবৈশাখীর পর আগুন লাগে।
তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, ‘তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিটসহ ঘটনাস্থলে গিয়ে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করেছে।’
জানা গেছে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এতে নিয়ন্ত্রণ সম্ভব না হলে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পৌনে আটটার দিকে আরও একটা ইউনিট যোগ দেয় আগুন নেভাতে।
হাসিনা মার্কেটের ভেতরে দোকানগুলোর বেশিরভাগই কাঠের ও টিনের তৈরি। এবং চারপাশে প্রচুর বাতাসের কারণে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের পরিমাণ বেড়েই চলে। সামনে অনেক উৎকণ্ঠা নিয়ে মানুষজন ভিড় করেছেন।
ব্যবসায়ীদের অনেককেই কাঁদতে দেখা গেছে। তাদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।