এবিএনএ : দুই বছর হলো অভিনেতা কুনাল খেমুকে বিয়ে করে সংসারী হয়েছেন সোহা আলী খান। বিয়ের কারণে অভিনয়ে মধ্যে খানিকটা বিরতি নিলেও এখন আবার কাজ করছেন পুরো দমে। সর্বশেষ গত বছর ‘ঘায়েল ওয়ান্স এগেইন’ ছবিতে অভিনয় করেন তিনি। এদিকে এখন পর্যন্ত সোহা যে ছবিগুলোতে অভিনয় করেছেন তার সবকটিতেই রোমান্টিক চরিত্রে দেখা গেছে তাকে। এসব ছবিতে ব্যাপক খোলামেলা হয়েও কাজ করেছেন তিনি। তবে এবার ভিন্ন রুপে পর্দায় ফিরছেন তিনি। প্রথমবারের মতো অ্যাকশন কন্যা হিসেবে দর্শক পেতে যাচ্ছেন সোহাকে। প্রভুদেবার নতুন ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সোহা। এখানে ফাইটার এর ভূমিকায় অভিনয় করবেন তিনি। বিষয়টি নিয়ে বেশ আনন্দিত ও উত্তেজিত সোহা। এ বিষয়ে তিনি বলেন, আসলে একই ধরনের চরিত্রে কাজ করতে করতে বিরক্ত হয়ে পড়েছিলাম। এবার প্রভুদেবার এ ছবিতে প্রস্তাব পাওয়া মাত্রই রাজী হয়ে যাই। আমি অনেক আনন্দিত যে এরকম একটি ভিন্নধর্মি চরিত্রে কাজ করতে পারবো। আগামী মাস থেকেই এ ছবির শুটিং শুরু হবে। তাই ফাইটিং শিখছি নিয়মিত। আশা করছি খুব ভালো একটি ছবি উপহার দিতে পারবো দর্শকদের।