রংপুর, দিনাজপুরসহ নয়টি অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ
এবিএনএ:
দেশের নয়টি অঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কারণে নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সোমবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, এই আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
বর্তমানে গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, কিছু কিছু এলাকা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
দেশবাসীকে সর্বশেষ আবহাওয়ার আপডেটের প্রতি নজর রাখার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।