এবিএনএ : ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ভিডিও কলে উপস্থিত ছিলেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসালা ভন ডার লিয়েন, ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলেনবার্গ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ন্যাটো বলছে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। ওই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত। পশ্চিমা এই সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাড়তি সৈন্য প্রস্তত ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে।ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ডসসহ ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরও জঙ্গি বিমান এবং রণতরী পাঠাচ্ছে।
Share this content: