এবিএনএ : শারদীয় দুর্গাপূজার শেষ দিনে মন্দিরে মন্দিরে চলছে সিঁদুর উৎসব। বিদায়ের প্রতীক হিসেবে প্রতি বছর দশমীতে এই উৎসব আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীতে বিসর্জনের আগে লগ্ন অনুযায়ী এই উৎসব পালন করা হয়।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুপুর থেকে শুরু এই উৎসব। ছোট থেকে বড় সবাই সিঁদুর উৎসব উদযাপন করে। সকাল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে দুপুর ৩ টা পর্যন্ত। সিঁদুর উৎসবকে কেন্দ্র করব ঢাকেশ্বরীতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
সন্তানকে নিয়ে সিঁদুর দিতে এসেছেন শাঁখারিবাজার থেকে সপ্না অধিকারী। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘মঙ্গলের পূজারি হল সিঁদুর। এটা সবার মধ্যে মঙ্গল বয়ে আনে।’ এদিকে আজ বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে বিসর্জনের জনন্য দুর্গাদেবীকে বুরিগঙ্গায় নিয়ে যাওয়া হবে।