এ বি এন এ : ফেসবুকে নানা ধরনের ভিডিও ব্যবহারকারীরা শেয়ার করে থাকেন। এর মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেতে অনেকে দুঃসাহসিক কাণ্ডের ভিডিও পোস্ট করে থাকেন।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ক্যাসপার নাইট নামক এক গায়ক তার ফেসবুকে যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিকে সবচেয়ে ভয়ংকর, জঘন্য, নাকি অদ্ভূত ভিডিও বলা উচিত, সেটা অনেকে ভেবে পাচ্ছেন না।
ঘটনা হচ্ছে, ক্যাসপার নাইট নামক এই গায়ক তার নিজের গালে গুলি করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। জনপ্রিয়তার পেতে তার এ ধরনের কাণ্ডের তীব্র সমালোচনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে ক্যাসপার তার ফেসবুক পোস্টে বলেন, তিনি তার একটি মিউজিক ভিডিওতে এ দৃশ্যে রাখতে চান, কিন্তু কোনো ক্যামেরাম্যান এই দৃশ্য ধারণে রাজি হচ্ছিল না। তাই তিনি ফেসবুকের মাধ্যমে ভিডিওটি তৈরি করেছেন। নিজের গালের গুলি চালানোটা তার জন্য নতুন কিছু নয়, এর আগে তিনি এমনটা করেছেন। এবং গুলির এই ব্যাথার মাত্রাটা ১০ এর মধ্যে ৪ এর মতো।
ভিডিওটি তার অ্যাকাউন্টে আপলোডের পরপরই ৫ লাখ মানুষ দেখে। তবে জনপ্রিয়তা পেতে তার এই ভিডিওটিকে বেশিরভাগ ব্যবহারকারী জঘন্য বলে উল্লেখ করায়, ক্যাসপার নাইট তার ফেসবুক অ্যাকাউন্টটি আপাতত বন্ধ রেখেছেন। তবে কেউয়ি নামক ফেসবুকে অন্য আরেকজন ভিডিও শেয়ার করেছেন। এবং সেখানে ভিডিওটি দেখা হয়েছে ১৫ লাখের বেশিবার এবং শেয়ার হয়েছে ৩০ হাজারের বেশি। কমেন্ট ২০ হাজারের বেশি।