উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিন দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনেই পদকের জন্য নির্বাচিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে সম্মাননা পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি, দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদমর্যাদার পুলিশ সদস্যরা।