এবিএনএ: অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন ম্যাগ লেনিং। শুধু অস্ট্রেলিয়াই নয়! পুরুষ ও নারী ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সফল তিনি। রোববার রাতে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বার আর সবমিলিয়ে ষষ্ঠবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
এর আগে ৪টি আইসিসি ট্রফি জিতে যৌথভাবে স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে শীর্ষে ছিলেন লেনিং। পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ২০০৩ আর ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬ আর ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি।
লেনিং এখন সবচেয়ে বেশি ৫টি আইসিসি ট্রফি জেতা অধিনায়ক। তার অধীনে অস্ট্রেলিয়া ২০১৪, ২০১৮, ২০২০ আর ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২২ সালে।
এ তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। তিনি অধিনায়ক হিসেবে আইসিসির ট্রফি জিতেছেন ৩টি। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।