এবিএনএ : তুরস্কের দক্ষিণ-পূর্বের মারদিন প্রদেশে বোমা বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছে। দোগান সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলার পিছনে রয়েছে কুর্দিশ বিদ্রোহী গ্রুপ পিকেকে।
এবিএনএ খবরে প্রচার করছে, নিহত সেনাদের মধ্যে স্পেশাল ফোর্সের এক সদস্য ছিলেন। নিহত সেনারা প্রদেশের নুসাইবিন শহরে পিকেকের বিরুদ্ধে একটি সেনা অভিযানে অংশ নিচ্ছিলেন।
উল্লেখ্য, মাত্র দুইদিন আগে তুরস্কের দিয়ারবাকির প্রদেশে বোমা হামলায় ৭ জন পুলিশ নিহত ও আরো ২৭ জন আহত হন। ১৯৮৪ সাল থেকে তুরস্ক থেকে আলাদা হয়ে কুর্দি রাষ্ট্র গঠনের লক্ষ্যে অস্ত্র তুলে নেয় পিকেকে। ২০১৩ সালের মার্চে দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি স্বাক্ষর হয়।