এ বি এন এ : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এই হামলায় কমপক্ষে আহত হয়েছে শতাধিক ব্যক্তি।
কাবুলের দেহ মাজাং স্কয়ারে পরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের দাবিতে সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছিল। হাজারা অধ্যুষিত এলাকা এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যাওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছিল। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয় একটি টেলিভিশন বলেছে, একজন আত্মঘাতী হামলাকারী এটি করেছে। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।