এবিএনএ : কন্যা সন্তানের মা হতে চলেছেন মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ২০ বছর বয়সি কাইলির সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র্যাপার ট্রাভিস স্কট। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পিপল ম্যাগাজিন।
সূত্রের দেয়া তথ্যমতে, চলতি মাসের শুরুতে বন্ধুদের কাছে এই সুসংবাদটি ফাঁস করেছেন এই র্যাপার ও রিয়েলিটি শো তারকা। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘কয়েক সপ্তাহ আগে তারা বন্ধুদের কাছে বিষয়টি বলা শুরু করে। পরিবারের সদস্যরা অনেক আগে থেকেই জানতেন। ট্রাভিসের সঙ্গে কাইলিও ব্যাপারটিতে অনেক উচ্ছ্বসিত।’
জানা গেছে, ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত কাইলি চার মাসের অন্তঃসত্ত্বা। অন্য এক সূত্র বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত কিন্তু তার (কাইলি) কাছে এর চেয়ে আনন্দের বিষয় কিছু নেই। তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো। ট্রাভিস খুব ভালো ব্যক্তি।’
চলতি বছরের এপ্রিলে মার্কিন র্যাপার টায়গার সঙ্গে বিচ্ছেদ হয় কাইলির। এরপর ট্রাভিস স্কটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সবকিছু কিছু ঠিক থাকলে কার্দাশিয়ান পরিবারে আগমন ঘটছে আরো একটি শিশুর। এছাড়া কাইলির বোন কিম কার্দাশিয়ানও সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন বলে জানা গেছে।