এবিএনএ : অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসার মেয়াদ না থাকা, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়াসহ নানা কারণে এসব বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়েছেন।
এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদল। ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলারের নেতৃত্বে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।