এবিএনএ : পরিসংখ্যান সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘ফাইভথার্টিএইট’ বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ থেকে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন।
আর নির্বাচনের মাত্র একদিন আগে ফাইভথার্টিএইটের জরিপের এই তথ্যে স্বাভাবিকভাবেই সুবাতাস বইছে হিলারি শিবিরে।
ফাইভথার্টিএইটের বিশ্লেষণকে গুরুত্ব দেওয়ার প্রধান কারণ ওয়েবসাইটটির প্রধান সম্পাদক নেইট সিলভার। ২০১২ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোর ফল নিয়েই ভবিষ্যৎবাণী করেছিলেন সিলভার, যা পুরোপুরি মিলেও গিয়েছিল।
তবে ফাইফথার্টিএইটের এই বিশ্লেষণের ধারাবাহিকতা ৮ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলেও থাকে কি-না সেটাই এখন দেখার বিষয়। কেননা, নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।