এ বি এন এ : ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি বিমান ২৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। বিমানে থাকা ২৯ আরোহীর মধ্যে ৬ জন ক্রু।
শুক্রবার সকালে এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যায়।
বিমানটি চেন্নাইয়ের তামবারাম থেকে সকাল ৮টার দিকে রওনা দেয়। বেলা ১১টা ২০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার বন্দরে অবতরণের কথা ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা শুরুর পর রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও বিমানটির সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
অবতরণের ঠিক ১৫ মিনিট আগে পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল বলে জানানো হয়েছে।
বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে একটি জরুরি নির্দেশনা (beacon locator) পাঠায়। সাধারণত বিধ্বস্ত হওয়ার আগে বিমান এ ধরনের জরুরি নির্দেশনা পাঠিয়ে থাকে।
এদিকে বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
বঙ্গোপসাগরে গোয়েন্দা বিমান দিয়ে নৌবাহিনী অনুসন্ধান চালাচ্ছে। ডরনিয়ার বিমান পাঠানো হয়েছে। এছাড়া কারমুখ, ঘাড়িয়াল, জ্যোতি ও কুঠার নামে চারটি জাহাজ ওই এলাকায় অনুসন্ধান চালাবে।
ভারতের বিমানবাহিনীতে এএন-৩২ বিমান আছে একশ’টির মতো। এই বিমানগুলো পুনরায় কোনো ধরনের জ্বালানি ছাড়াই চার ঘণ্টা আকাশে উড়তে সক্ষম।