এ বি এন এ : ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রজ্ঞাপনের কপি দেয়া হয়।
প্রজ্ঞাপনে দুই হাজার ২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিতে বলা হয়েছে। আগামী ১ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চাকরিতে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে এতে।
গত বছর ২৯ আগস্ট বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।