এ বি এন এ : ‘টুরিং ফোন ক্যাডেনজা’-এর আরেকটি নতুন স্মার্টফোন প্রকাশ্যে আনল টিউরিং রোবোটিকস ইন্ডাস্ট্রিজ, যার নাম ‘মনোলিথ সেকন’।
এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফোর-কে ডিসপ্লে, রেজ্যুলেশন ২১৬০x৩৮৪০। বাজারচলতি অন্যান্য স্মার্টফোনের মতো একটি নয়, এই ফোনে রয়েছে তিন তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিইউ, সঙ্গে ১৮ জিবি র্যাম। ইন্টারনাল মেমোরি ১.২ টিবি (১ টিবি=১০২৪ জিবি)। ব্যবহারকারীরা দু’টি মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন।
মনোলিথ সেকন-এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব স্বোর্ডফিশ ওএস। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ৬০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় আইম্যাক্স ৬কে প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি-র। একটি স্মার্টফোনে একসঙ্গে চারটি সিম কার্ড ইনস্টল করা যাবে। ব্যাটারি ১০০ ওয়াট আওয়ারের। হ্যান্ডসেটটি বাজারে আসতে পারে ২০১৮ সাল নাগাদ!

গত সপ্তাহেই ‘ভয়েস অন’ টেকনোলজিসহ টুরিং ফোন ক্যাডেনজা প্রকাশ্যে এনেছিল নির্মাতা। ওই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজ্যুলেশন ১৪৪০x২৫৬০। একটি নয়, ওই স্মার্টফোনে রয়েছে দু’টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিউ, সঙ্গে ১২ জিবি র্যািম। টুরিং ফোন ক্যাডেনজা’র ইন্টারনাল স্টোরেজ ১ টিবি, অর্থাৎ ১০২৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও ৫০০ জিবি স্টোরেজ জুড়ে দেওয়া যাবে। ওই হ্যান্ডসেটটিরও প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি রয়েছে।