এবিএনএ : রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি। এই সুপারিশের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যূন চার জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই তালিকা প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্তে নেবেন রাষ্ট্রপতি।
আজ সোমবার সন্ধ্যায় সার্চ কমিটির সর্বশেষ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।