এ বি এন এ : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আতিকুর রহমান আতিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে এ নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।
ইসির উপ-সচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ আতিককে এ নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সংসদ সদস্যের কাছে পাঠানো হয়েছে।
এর আগে নির্বাচনী অনিয়মের কারণে বৃহস্পতিবার শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। শেরপুর সদরে শনিবার চতুর্থ ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে সারা দেশে মোট ৭০৬টি ইউপির ভোটগ্রহণ হবে।