এবিএনএ : আর কিছুক্ষণ পরেই শুরু হবে মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ। আর এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বারাক ওবামার উত্তরসূরি। ইতিমধ্যে প্রধান দুই প্রার্থীর মধ্যে বিরূপ সম্পর্ক লক্ষ্য করা গেছে। তারপরও নির্বাচনে যে ভোটে যারই জয় হোক, তার সেলিব্রেশন হবে নিউইয়র্কের ম্যানহাটনে। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের যদি আসে জয়, তাহলে তার উদযাপন হবে ক্রিস্টাল প্যালেসে। আর ট্রাম্প জিতলে তার সেলিব্রেশন হবে হিলটন মিডটাউনে। ইতিমধ্যে দুটি ভবনই প্রস্তুত তার নিজের চমৎকারিত্ব নিয়েই। চারিদিকে কড়া পাহারায় বিপুল সংখ্যক পুলিশ। ঘিরে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। ব্রডকাস্ট মিডিয়াগুলো তাদের সম্প্রচার যন্ত্রপাতি সাজিয়ে নিয়েছে। তবে মধ্যরাতে আর কোনো সংবাদকর্মীকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আড়ম্বর কিছুটা কম। কেউ-কেউ এও বলছেন, নিজেকে মাল্টি বিলয়নিয়র দাবি করা ডোনাল্ড ট্রাম্পের জন্য তার জয়ের (যদি হয়) সেলিব্রেশনের আয়োজনটা একটু ক্লিশে হয়ে গেছে। অন্যদিকে, হিলারি ক্লিনটনের আয়োজন যে ক্রিস্টাল প্যালেসে সেটি হাডসন নদীর নীরে ছয়টি ব্লক নিয়ে নির্মিত। যা অত্যন্ত ঝলমলে। নির্বাচন রাতে হাডসনের ওপর অসংখ্য আতশবাজিতে ভরিয়ে তোলার প্রাথমিক পরিকল্পনা অবশ্য শেষ পর্যন্ত বাতিল করেছে হিলারি ক্লিনটন ক্যাম্পেইন।