এ বি এন এ : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনেরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তার সাবেক প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সোমবার সম্মেলন শুরু হওয়ার আগেই প্রতিবাদ জানিয়েছে স্যান্ডার্সের সমর্থকরা। উইকিলিকসের ফাঁস করা ই-মেইল তথ্যে দেখা গেছে, ডেমোক্রেটিক দলের নেতারা প্রাথমিক প্রার্থী নির্বাচনের লড়াইয়ে স্যান্ডার্সের পরিবর্তে হিলারির প্রতি সহানুভূতি দেখিয়েছেন। শুধু তাই নয়, তারা স্যান্ডার্সকে নিয়ে বিদ্রূপ ও সমালোচনা করেছেন। এ ঘটনায় ইতিমধ্যে রবিবার দলের প্রধান ডেবি ওয়াসারম্যান শুলজ পদত্যাগও করেছেন। সোমবারের সম্মেলনে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছেন। এদের মধ্যে ৫ হাজারের বেশি হচ্ছেন ডেলিগেট বা প্রতিনিধি। তবে সোমবার স্যান্ডার্স সম্মেলনে বলেন, আমাদের এমন একজন নেতা প্রয়োজন যিনি আমাদের লোকদের একত্র করবেন এবং দেশকে শক্তিশালী করবেন। এমন নেতৃত্ব চাই না, যে ল্যাটিন, মেক্সিকান, মুসলমান, আফ্রিকান-আমেরিকান ও নারীদের বিদ্রূপ করবেন। প্রত্যেক পর্যবেক্ষকই এই সিদ্ধান্তে আসবেন যে, তার পরিকল্পনা ও নেতৃত্বের কারণে একমাত্র হিলারি ক্লিনটনেরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।