এ বি এন এ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ আ স ম হান্নান শাহ সম্মিলিত সামরিক হাসপাতলে লাইফ সাপোর্টে আছেন। মঙ্গলবার রাজধানীর ডিওএইচএসের বাসায় সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতলে ভর্তি করা। হান্নান শাহর ব্যক্তিগত কর্মকর্তা মমতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মমতাজ উদ্দিন বলেন, ‘আজ সকালে স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতলে ভর্তি করা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।’
পরে হান্নান শাহের একান্ত সচিব শাহাজান সিরাজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘ সকাল নয়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহ্ পিএসসি অসুস্থ হয়ে পড়েন, এমতাবস্থায় তাকে জরুরিভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
বিজ্ঞপ্তিতে হান্নান শাহের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়। তবে মমতাজউদ্দিনের মতো শাজাহান সিরাজও হান্নান শাহের অসুস্থতার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দেননি।
জানতে চাইলে সাজাহান সিরাজ বলেন, ‘স্যারের অবস্থা কেমন সেটা এখনও আমাদেরকে জানানো হয়নি। তবে সন্ধ্যা নাগাদ আশা করি আমরা আপডেট তথ্য পাবো।’
সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির মন্ত্রিসভায় স্থান পান।